অনলাইন সংস্করণ
২২:৫২, ০৫ আগস্ট, ২০২২
বাঙালি জাতির মুক্তির সংগ্রামের এক অনবদ্য নাম বেগম ফজিলাতুন্নেছা মুজিব। সহধর্মিনী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিটি সংগ্রামের পেছনে রয়েছে যেমন ভূমিকা তেমনি দক্ষ
১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ৯২ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আগামী ৬ আগস্ট ২০২২ শনিবার রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ‘প্রেরণাদায়িনী মা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল খালেক। শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অদেখা স্বত্ত্বাগুলোকে তুলে ধরা হবে।