ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের গণমিছিল

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের গণমিছিল

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বেলা দুইটার দিকে মুসল্লিদের এই গণমিছিল শুরু হয়। পরে সেই মিছিল পল্টনে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়।

গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা পল্টন মোড়, প্রেসক্লাব ও মৎস্যভবন হয়ে শাহবাগের দিকে যায়। মিছিলের সামনের সারিতে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের দেখা যায়।

এসময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আবা/এসআর/২৪

সায়েন্সল্যাব,গণমিছিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত