ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ৫ অটোরিকশা যাত্রীর

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ৫ অটোরিকশা যাত্রীর

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে একটি অটোরিকশা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবা/এসআর/২৪

কুমিল্লা,অটোরিকশা,ট্রেন,প্রাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত