ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, সন্ত্রাসী সংগঠন আখ্যা 

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, সন্ত্রাসী সংগঠন আখ্যা 

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবিতে ও ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল এ দাবি করা হয়।

সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত কয়েক দিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা দেখছি কোনোভাবেই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।’

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, ইসকনের সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার পাঁয়তারা করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ইসকনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনষ্ট করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে।

ইসকন,নিষিদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত