ঢাকা ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সবজি ও পেঁয়াজের দামে স্বস্তি

সবজি ও পেঁয়াজের দামে স্বস্তি

মৌসুমি বাহারি সব সবজিতে পরিপূর্ণ বাজার। রাজধানীর বিভিন্ন বাজারে মৌসুমী বাহারি সবজির দাম কমতে শুরু করেছে। কমেছে পেঁয়াজ ও নতুন আলুর দামও।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের হাজী জয়নাল আবেদীন বাজার ঘুরে এ তথ্য মিলেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। তবে সরবরাহ কম থাকায় চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজার ঘুরে দেখা যায়, সবজির বাজারে সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক। ফলে কয়েকদিন আগে অস্থির হয়ে ওঠা বাজারে এখন স্বস্তির হাওয়া বইছে।

বাজারে বর্তমানে চার ধরণের শিম। ৮০ থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে প্রতি কেজি শিমের জন্য।

বারোমাসি সবজির মধ্যে করল্লা ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, শসা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে ঢেঁড়স। গাজর ১০০ টাকা, পটল ৫০ টাকা, লতি ৫০ টাকা, পাকা টমেটো ১৪০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা, বরবটি ৮০ কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। চাল কুমড়ার পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজির মধ্যে দাম কমে লাউ ৫০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। শতকের ঘর থেকে নেমে শালগম বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। কাঁচা টমেটো ৬০ টাকা, মুলা ৩০ টাকা কেজি।

ফুলকপি ও বাধাকপির পিস বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। যদিও গত দুই সপ্তাহের তুলনায় আকারে বড় এদিনের কপিগুলো।

বিক্রেতারা জানান, শীতের সবজির সরবরাহ আরও বাড়তে পারে। এক্ষেত্রে সবজির দাম আরও কমার সম্ভবনা দেখছেন তারা।

আবার দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারাও। রাশেদা বেগম নামে একজন ক্রেতা বলেন, ‘আমরা তো চাই জিনিসপত্রের দাম কম থাকুক। কিন্তু একটা বাইড়া, আরেকটা কমলে তো লাভ নাই। সব জিনিসের দামই কম থাকুক।’

আবা/এসআর/২৪

সবজি,দাম,স্বস্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত