চলতি বছরে উৎপাদনে যেতে পারছে না রূপপুর বিদ্যুৎকেন্দ্র

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সব প্রস্তুতি শেষে চলতি বছরেরর ডিসেম্বর মাসে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর কথা থাকলেও গ্রিড (সঞ্চালন) লাইন প্রস্তুত না হওয়ায় পরীক্ষামূলক উৎপাদনে যেতে পারছে না বিদ্যুৎকেন্দ্রটি। পরীক্ষামূলক উৎপাদনে যেতে আরও ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন প্রকল্পের কর্মকর্তারা।

প্রকল্প সূত্র অনুযায়ী, বছরখানেক আগেই চুল্লিসহ মূল অবকাঠামোর নির্মাণ শেষ হয়েছে। বিগত বছরের অক্টোবরে পাঁচ দফায় রাশিয়া থেকে জ্বালানির (ইউরেনিয়াম) প্রথম চালানও রূপপুরে পৌঁছেছে। কিন্তু গ্রিডলাইন প্রস্তুত না হওয়ায় বিদ্যুতের উৎপাদন শুরু করা সম্ভব হচ্ছে না।

নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের মার্চে প্রথম ইউনিটের গ্রিড লাইনের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। তবে উৎপাদনে যেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

এ বিষয়ে রূপপুর এনপিপির প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাছান জানান, গ্রিডলাইন রেডি হওয়ার পর উত্পাদনে যাওয়ার আগে প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষানিরীক্ষা চালাতে হয়। প্রাথমিক বিভিন্ন পরীক্ষা শেষ করে জ্বালানি লোড করতে দুই মাসের মতো সময় প্রয়োজন হবে। এরপর পরীক্ষামূলক উৎপাদনে যেতে আরও এক মাস সময় লাগবে।

আগামী বছরের মার্চের মধ্যে গ্রিড রেডি হলে থার্ড কোয়ার্টারে অর্থাৎ আগস্টে হয়তো টেস্ট ট্রায়ালে যাওয়া সম্ভব হবে। প্রথম ইউনিট চালুর এক বছর পর অর্থাৎ ২০২৬ সালের শেষ দিকে দ্বিতীয় ইউনিটের চুল্লি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানির অধীনে সঞ্চালন লাইন তৈরি করছে ভারতের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রান্সরেল লাইটিং লিমিটেড এবং লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই সঞ্চালন লাইনের নির্মাণকাজ শেষ করার কথা ছিল।

 

আবা/এসআর/২৪