ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরাঞ্চল

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:৫১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ০। 

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি রংপুরসহ আশপাশের এলাকায় বেশ কিছু সময় ধরে অনুভূত হয়, যার কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান। তিনি বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের পশ্চিম গেরো পাহাড়, যা ঢাকার থেকে ২০৮ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের আঘাত এতটাই মৃদু ছিল যে, এর ফলে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, যার ফলে কিছু সময়ের জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

তিনি আরও জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মেঘালয় অঞ্চলে হলেও এর প্রভাব বাংলাদেশেও পড়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে। তবে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা সকলকে ভূমিকম্পের সময়ে সঠিক নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে পরামর্শ দিয়েছে।

 

আবা/এসআর/২৪