সবচেয়ে বেশি গরীব বরিশালে, কম চট্টগ্রামে

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ

বর্তমানে দেশের সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ দরিদ্র মানুষের বাস বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম দারিদ্রতার হার চট্টগ্রামে, ১৫ দশকি ২ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ‘বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২’ শিরোনামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মানচিত্র থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও গ্রামে যেটি ২০ শতাংশেরও বেশি।

দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার উপজেলা। আর সবচেয়ে ধনী ঢাকার পল্টন। জেলা হিসেবেও সবচেয়ে দরিদ্র মাদারীপুর, আর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী।

দারিদ্র্য মানচিত্রে দেখা যায়, দেশের বিভাগীয় দারিদ্র্য হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে দারিদ্র্যতার হার  সবচেয়ে কম ১৫ দশমিক ২ শতাংশ।

জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র্যতার হারা ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায় ৬ দশমিক ১ শতাংশ।

আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দরিদ্রতা নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।