যুবদল নেতার মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ সরকারের

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কুমিল্লায় গতকাল শুক্রবার রাতে পুলিশ তৌহিদুল ইসলাম নামে এক যুবককে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ ওঠে, ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করার পর নিরাপত্তা বাহিনী তাকে আহত করে।

অন্তর্বর্তীকালীন সরকার এই মৃত্যুর জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও হত্যার যেকোনো রূপের তীব্র নিন্দা জানায়।