সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ আর নেই

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ | অনলাইন সংস্করণ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আব্দুর রউফ ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিইন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইনসাফ বারাকাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

তিনি হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানও ছিলেন।

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল বিকাল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে আবদুর রউফ স্যারের হার্টে অপারেশন করা হয়েছে। কিন্তু হার্ট রেট কম থাকায় হার্টে পেসমেকার বসানো হয়েছে। কিন্তু তিনি আর আমাদের মাঝে ফিরলেন না।

উল্লেখ্য, ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি মো. আবদুর রউফ। এ ছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।