সামনে চ্যালেঞ্জ আছে, মোকাবিলায় প্রস্তুত থাকুন : মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেছেন, জেলা প্রশাসকদের (ডিসি) আমরা একটা মেসেজ দিয়েছি। সামনে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সেজন্য যাতে তারা প্রস্তুত থাকেন।

তিনদিনের ডিসি সম্মেলন শেষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

যে লক্ষ্য নিয়ে ডিসি সম্মেলন আয়োজন করা হয়েছিল, সে লক্ষ্য কতটা পূরণ হয়েছে, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা এখানে সব ডিপার্টমেন্টের সঙ্গে ডিসিদের মুখোমুখি করে দিতে পেরেছি। আলাপ-আলোচনা হয়েছে। তাদের সমস্যাটা, তাদের চ্যালেঞ্জটা, তাদের প্রত্যাশা... সেটা যেমন কেন্দ্রীয় সরকারের বিভাগগুলো দেখেছে, তেমনি কেন্দ্রীয় সরকারের যেসব অধিদপ্তর, মন্ত্রণালয়গুলো আছে, তাদের যে প্রত্যাশা সেটাও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দেওয়া হয়েছে। এই যে মিলমিশ, এটাই আমাদের টার্গেট ছিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই টার্গেটের যে রেজাল্ট হলো, সেটা তো অংক দিয়ে বলা যাবে না। আশা করি রেজাল্ট আমরা পাবো। তাদের কাজকর্ম আরও সুসংহত হবে। তারা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।

তিনি বলেন, মাঠ প্রশাসন একটা নাজুক অবস্থা থেকে দাঁড়ানোর চেষ্টা করছে। ‌সব স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছেন। ‌সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, রিকগনাইজ করেছি। আমরা আশা করি তারা (ডিসি) আরও উজ্জীবিত হয়ে চলে যাবেন।

 

আবা/এসআর/২৫