রমজানে সিএনজি স্টেশন বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

পবিত্র রমজান মাসজুড়ে সিএনজি স্টেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের চাহিদা পূরণে স্টেশনগুলো সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকবে।

আজ বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রমজান মাসে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, গত রমজানে সিএনজি স্টেশনগুলো বন্ধ ছিল বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।