ঢাকায় আসছেন মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৪২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসনের দুই জ্যৈষ্ঠ কর্মকর্তা পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ।
সফরে বাংলাদেশে চলমান সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে বলে একটি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, আগামী ১৫-১৮ এপ্রিল ঢাকা সফর করার কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের। তাদের মধ্যে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিকের। পরদিন ১৬ এপ্রিল ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। ওই সময়ে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ঢাকা সফরকালে বাংলাদেশের সংস্কার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। তারা সরকারের উপদেষ্টা ছাড়াও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
অন্যদিকে, মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন মিয়ানমার ইস্যু তথা দেশটির বর্তমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে পারেন।
আবা/এসআর/২৫