আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ রাজধানীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানায়, নতুন গ্যাস পাইপলাইন সংযোগের (টাই-ইন) কাজের কারণে এই পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত, মোট ৭ ঘণ্টা এই কাজ চলবে।

এই সময় মিরপুর-১৪ এলাকায় প্রিন্স বাজারের পাশে সড়কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে শতাব্দী সিএনজি স্টেশন এবং এমবিএম গার্মেন্টসসহ আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।

এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

আবা/এসআর/২৫