ডিজাইন বিল্ড ফ্লাই প্রতিযোগিতায় সাফল্যে এএইউবির ইউএভি টিমকে সংবর্ধনা

প্রকাশ : ০৬ মে ২০২৫, ২০:২৬ | অনলাইন সংস্করণ

দেশের একমাত্র বিশেষায়িত সরকারি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) প্রথমবারের মতো নিজস্ব উদ্ভাবিত দুইটি ইউএভি (UAV) নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক ডিজাইন/বিল্ড/ফ্লাই (DBF) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

গত ১০ থেকে ১৩ এপ্রিল অ্যারিজোনায় আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স (AIAA) আয়োজিত এ প্রতিযোগিতায় এএইউবি ডিজাইন রিপোর্টে ১৮তম এবং সার্বিকভাবে ৩৬তম হয়ে অসাধারণ সাফল্য অর্জন করে। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন।

এই সাফল্য উপলক্ষে মঙ্গলবার (০৬ মে) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার। 

তিনি বলেন, “স্বল্প সময়ের মধ্যেই আমাদের শিক্ষার্থীরা যে উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা দেখিয়েছে, তা বিস্ময়কর। তারা প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পেলে বাংলাদেশের তরুণরা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে।”

তিনি আরও বলেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্ভাবিত দুইটি ইউএভি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা অভ্যন্তরীণ ও বাহ্যিক পে-লোড বহনের পাশাপাশি একটি ইঞ্জিনবিহীন গ্লাইডার উৎক্ষেপণ করতে পারে এবং তা নির্ভুলভাবে জিপিএস নির্ধারিত স্থানে অবতরণ করতে সক্ষম।”

প্রতিযোগিতায় চূড়ান্ত অংশগ্রহণের আগে ২১টি সফল প্রশিক্ষণ মিশন সম্পন্ন করা হয় এবং গত ২৫ ফেব্রুয়ারি একটি বিশেষ ডেমোনেস্ট্রেশন ফ্লাইট পরিচালিত হয় যেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান।

টিমের দলনেতা গ্রুপ ক্যাপ্টেন ড. সাইফুর রহমান বকাউল জানান, ভবিষ্যতে এই শিক্ষার্থীদের আরও সুযোগ ও সহায়তা দেওয়া হলে তারা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।

DBF প্রতিযোগিতা ছাড়াও এএইউবি-র অন্যান্য উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে—কিউব স্যাটেলাইট বেলুন উৎক্ষেপণ, কিবো রোবট প্রোগ্রামিং-এ দ্বিতীয় রানারআপ এবং CanSat প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাইস চ্যান্সেলর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের আরও বিস্তারের জন্য রাষ্ট্রীয় সহায়তার আহ্বান জানান।