আবারও শুরু হবে তাপপ্রবাহ

প্রকাশ : ০৭ মে ২০২৫, ২২:২৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ধীরে ধীরে আবারও বাড়ছে তাপপ্রবাহ। আজ (বুধবার) খুলনা বিভাগ ও সিরাজগঞ্জ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এ তাপপ্রবাহ ধীরে ধীরে আরও বিস্তার লাভ করতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (৭ মে) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

 

আবা/এসআর/২৫