সরকার ও সেনাবাহিনী একযোগে কাজ করছে: সেনা সদর

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৭:৩১ | অনলাইন সংস্করণ

সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা। ২৬ মে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার ও সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতায় দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এভাবে কাজ চলবে।

করিডর নিয়ে চলমান আলোচনা সম্পর্কে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐকমত পোষণ করছে। করিডর এবং বর্ডারে আরসার মুভমেন্ট আলাদা বিষয়।

তিনি আরও জানান, সন্ত্রাসী সংগঠন কেএনএফের জন্য ৩০ হাজার ইউনিফর্ম পাওয়ার খবর তদন্তাধীন। কেএনএফ পার্বত্য চট্টগ্রামে বম কমিউনিটি ভিত্তিক সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত।

বর্ডার নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্নের জবাবে মো. নাজিম-উল-দৌলা বলেন, 'আমরা কখনো বর্ডার কম্প্রোমাইজ করব না।' বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বর্তমানে জটিল ও সংবেদনশীল অবস্থায় রয়েছে। রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় সশস্ত্র গ্রুপের মুভমেন্ট স্বাভাবিক, তবে সেনাবাহিনী এ বিষয়ে সতর্ক ও নজরদারি করছে।

তিনি উল্লেখ করেন, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করছে যাতে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত না হয়।