হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক দুই দিনের রিমান্ডে
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:৪০ | অনলাইন সংস্করণ

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে ধানমন্ডিতে মো. রিয়াজ (২৩) হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া, সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যাচেষ্টা মামলায় এবং আনিসুল হককে একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সায়েন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হন রিয়াজ। পরে ১৭ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।