একটি দল কার্যত নির্বাচন কমিশনের উপর দখলদারিত্ব করছে: তাসনিম জারা

প্রকাশ : ২৯ মে ২০২৫, ১৯:৪১ | অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে হঠাৎ বিস্ফোরক মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লেখেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ থেকে মুক্ত করে সংস্কার করা হবে। কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সদিচ্ছার অভাব রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে, একজন আম্পায়ার যদি খেলার সময় নিরপেক্ষ না থাকেন, তাহলে খেলা অর্থহীন হয়ে পড়ে। তেমনি নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচনও গ্রহণযোগ্যতা হারায় এবং শুরু হয় কাদা ছোড়াছুড়ি। নির্বাচিত ব্যক্তিকে তখন কেউ মেনে নিতে চায় না।

তাসনিম জারা আরও দাবি করেন, জুলাইয়ের পর একটি দল কার্যত নির্বাচন কমিশনের ওপর দখল প্রতিষ্ঠা করেছে। এমনকি আদালত থেকেও তাদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার আশঙ্কা, এই প্রবণতা চলতে থাকলে দেশ আবার পুরনো অন্ধকারের পথে ফিরে যাবে।

তিনি জানান, কারা গ্রহণযোগ্য নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তা তথ্যপ্রমাণসহ বিশ্লেষণ করে জনগণের সামনে তুলে ধরা হবে। স্ট্যাটাসের শেষাংশে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা এখনো এই ধরণের কাজ করছেন, তারা যেন থেমে যান। এতে শুধু দেশের নয়, তাদের নিজের দলেরও ক্ষতি হচ্ছে। আর ইতিহাসে এর দায় এড়ানো সম্ভব হবে না।