পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১১৬.৮ মিমি বৃষ্টিপাত
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৪:৩৫ | অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় টানা বর্ষণে রেকর্ড পরিমাণ ১১৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে এটি জেলার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সক্রিয় মৌসুমি নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে জেলার গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার অন্তত ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে পড়েছে একাধিক পয়েন্টে বেড়িবাঁধ। এতে পানিতে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি, ফসলের মাঠ ও হাটবাজার। হাজার হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় দুর্ভোগে রয়েছে।
গলাচিপা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাইরের এলাকা সম্পূর্ণ পানির নিচে। পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডেও বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে পানপট্টি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া ৫৫/৩ নম্বর পোল্ডারের প্রায় ১০-১৫ ফুট অংশ ধসে পড়ে বিবির হাওলা, গুপ্তের হাওলা, সতিরাম ও খরিদা গ্রামের বহু ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রাম, চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর এবং ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামসহ বহু এলাকা পানির নিচে। এসব অঞ্চলের সহস্রাধিক পরিবার ঘরবন্দি অবস্থায় রয়েছে। কৃষিজমিতে পানি ঢুকে পড়ায় ধান, ডাল, বাদামসহ নানা কৃষিপণ্যের ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।