ট্রেনে ফিরতি যাত্রা: ১২ জুনের টিকিট মিলছে আজ
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৯:৪৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরার জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ের ঈদ-পরবর্তী পরিকল্পনা অনুযায়ী, ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সাত দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে অনলাইনে। প্রতিদিন নির্দিষ্ট দিনের টিকিট বিক্রি হচ্ছে আগেভাগে।
প্রতিটি যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় দিতে হবে। এই সময়ের টিকিট ফেরত দেয়া যাবে না।
এবারও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।
আবা/এসআর/২৫