ছয় বিভাগে বয়ে যাওয়া তাপপ্রবাহ নিয়ে সুখবর
প্রকাশ : ১০ জুন ২০২৫, ২২:১০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের ছয় বিভাগ ও তিন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে তীব্র এ গরম থেকে আগামীকাল (বুধবার) থেকে সাময়িক মুক্তি মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৫ দিনের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে শাহীনুল ইসলাম বলেন, নীলফামারী জেলার উপর দিয়ে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবা/এসআর/২৫