প্রবাহমান ভ্যাপসা গরম থাকবে আরও ৩ দিন

প্রকাশ : ১২ জুন ২০২৫, ২৩:০৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (১২ জুন) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের ২৬ জেলায়। এই তাপপ্রবাহ থাকতে পারে আরও তিনদিন। ফলে এই সময়ে বরাবরের মতো ভ্যাপসা গরম ও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস বলছে, বর্ষা মৌসুমে এমন ভ্যাপসা গরম স্বাভাবিক। ভারী বৃষ্টি অথবা দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরম কমবে না।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আগামী ১৬ তারিখ থেকে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে তখন গরম অনেকটা কমে যাবে। এর আগ পর্যন্ত আগামী তিনদিন তাপপ্রবাহ কমবে-বাড়বে।

তিনি বলেন, এখন বর্ষাকাল প্রতিদিন প্রতিটি বিভাগেই বৃষ্টির আভাস থাকে। বিভাগগুলোর সব জেলায় বৃষ্টি হয় না বা হলেও বেশিক্ষণ বৃষ্টি হয় না। তাই তাপপ্রবাহ বা গরম কমছে না।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আবা/এসআর/২৫