দীর্ঘ দুই দশকের বেশি সময় সরাসরি নির্বাচনে অংশ না নিলেও, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও ভোটের লড়াইয়ে নামতে পারেন-এমন সম্ভাবনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় সূত্র জানিয়েছে, তিনি বগুড়া, ফেনী ও দিনাজপুরের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর মধ্যে বগুড়া-৬ বা বগুড়া-৭ আসন থেকে তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
বিশেষ করে বগুড়া-৭ আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় ঐতিহাসিক ও প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ। স্থানীয় নেতাদের ভাষ্যে, এই আসন থেকে খালেদা জিয়ার অংশগ্রহণে দলীয় ঐক্য পুনর্গঠনের পাশাপাশি তৃণমূলের কর্মীদের মধ্যেও নতুন উৎসাহ জেগে উঠবে।
দলীয় শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একাধিক আসনে নির্বাচন করার অনুমতি পাবেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থিতার তালিকা প্রণয়ন শুরু হয়েছে।
দীর্ঘদিন নানা মামলার বেড়াজালে থাকার পর সুপ্রিম কোর্টের রায়ে বেগম জিয়া এখন আর কোনো আইনি বাধার মুখে নেই। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে নির্বাচন থেকে বাদ পড়লেও ২০২৪ সালে আদালতের রায়ে তার বিরুদ্ধে থাকা মামলা খারিজ হয়ে যাওয়ায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেন বলে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করছেন।
বিএনপি মনে করছে, খালেদা জিয়ার প্রত্যাবর্তন শুধু ভোটের রাজনীতিতে নয়, বরং দেশের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেবে। দলের একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, “বেগম জিয়া জনগণের আস্থার প্রতীক। তার অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র, ভোটাধিকার ও সাংবিধানিক ভারসাম্য ফিরিয়ে আনার পথ আরও সুগম হবে।”
বগুড়ার রাজনীতিতে বেগম জিয়ার অতীত প্রভাব ছিল শক্তিশালী। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয় পান। বিশেষ করে বগুড়া, ফেনী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামের আসনগুলোতে তার জনপ্রিয়তা ছিল লক্ষণীয়। ফলে তার প্রত্যাবর্তন নতুন করে এসব এলাকায় নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।
এক সিনিয়র জেলা বিএনপি নেতা বলেন, “বগুড়া থেকেই ম্যাডাম জিয়া নতুন এক রাজনৈতিক বার্তা দিতে চান। এটা শুধু দলীয় শক্তি নয়, জাতীয় রাজনীতির জন্যও একটি নতুন অধ্যায় হবে।”
এবার তার সরাসরি অংশগ্রহণ নিয়ে দলীয় ঘাঁটিগুলোয় যেমন চাঙ্গাভাব তৈরি হচ্ছে, তেমনি সাধারণ ভোটারদের মধ্যেও প্রত্যাশা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেগম জিয়ার প্রার্থিতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, যা সরকারবিরোধী রাজনীতিকে আরও বলিষ্ঠ করে তুলবে।