সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১৪:৩০ | অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
এর আগে, গত ২২ জুন উত্তরা এলাকা থেকে আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে ডিবি।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা বিতর্কের মধ্যে ছিলেন সাবেক এই নির্বাচন কমিশনারদ্বয়। বিএনপিসহ অধিকাংশ বিরোধী দলের বর্জনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ শরিক ও আনুগত বিরোধী দল জাতীয় পার্টিকে আসন ছেড়ে দিয়ে নির্বাচন আয়োজন করে। ওই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল ক্ষমতাসীন দলের প্রার্থী ও বিদ্রোহীদের মধ্যে, যা সমালোচকদের ভাষায় ‘আমি আর ডামি’ নির্বাচনে রূপ নেয়।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন: অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, অবসরপ্রাপ্ত সচিব আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।
গ্রেপ্তারের কারণ ও আইনি প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।