প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সোহেল তাজ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সোহেল তাজের বড় বোন শারমিন আহমদও উপস্থিত ছিলেন।
সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের একটি ছবি পোস্ট করে তিনি জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
