উত্তরায় বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৫:৪০ | অনলাইন সংস্করণ

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট । 

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পেয়ে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট সেখানে পৌঁছায় এবং উদ্বার কাজ শুরু করে।

এদিকে এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা আরো জানায়, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনায় জাতীয় বার্ন ইন্সটিটিউট হাসপাতালে এখন পর্যন্ত ২৩ জনকে নেয়া হয়েছে বলে হাসপাতালে সূত্রে জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুর্ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গেছে– বিধ্বস্ত ভবনের পাশে আগুন জ্বলছে। সেই সাথে উড়ছে ধোঁয়ার কুণ্ডলী। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতেও দেখা যায়। দুর্ঘটনাস্থল তাৎক্ষনিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী সদস্যদেরও উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে।