মাইলস্টোনে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা ফায়ার সার্ভিসের

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২৩:২৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। আপাতত দুর্ঘটনাস্থলের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

সোমাবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিবৃতিতে জানানো হয়েছে, রাত সাড়ে ৮টায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। তবে বিমান বাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরানো পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে মোতায়েন ছিল। রাত ৯টা ১০ মিনিটে তারা ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনে প্রত্যাবর্তন করেছে।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ২০ জনের প্রাণহানি ও ১৭১ জন আহতের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)।

 

আবা/এসআর/২৫