ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৪৪

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৯:১৫ | অনলাইন সংস্করণ

ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২২ জুলাই) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এরপর রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৮১ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৬৮ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা উত্তর সিটিতে ৪০ জন, খুলনায় ৩৩ জন, রাজশাহীতে ২৯ জন, ময়মনসিংহে ৮ জন, রংপুরে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন।

এ সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০২ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ২৬ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৯ জন। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তারও আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে রেকর্ডসংখ্যক মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা ও সচেতনতার কোনো বিকল্প নেই।