ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় ক্রীড়া উপদেষ্টার ২ লক্ষ টাকা অনুদান

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৭:৪৫ | অনলাইন সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

জাতীয় নারী ফুটবল দলের অন্যতম খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসা সহায়তায় দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ ক্রীড়া উপদেষ্টার পক্ষে চেকটি ঋতুপর্ণার বোন পান্নি চাকমার হাতে তুলে দেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘ঋতুপর্ণা শুধু রাঙামাটির নয়, পুরো দেশের গর্ব। তার মায়ের চিকিৎসায় এই সহায়তা ক্রীড়া উপদেষ্টার ভালোবাসা ও সহমর্মিতার প্রকাশ। আমরা সবাই ঋতুপর্ণার পাশে আছি।’

জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশীদ লিটন জানান, প্রতিবছরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এটি একটি মানবিক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, কাউখালী ইউএনও কাজী আতিকুর রহমান, এনডিসি এস এম মান্না ও ঋতুপর্ণার বোনের পরিবার।

উল্লেখ্য, ঋতুপর্ণার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। পরিবারটি চিকিৎসা ব্যয়ে বিপর্যস্ত হয়ে পড়লে এই সহায়তা দেওয়া হয়, যা স্থানীয় বাসিন্দারা আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন।