শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:৪১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যে তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। 

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হবে। দুজন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম এক জন নারী হবেন।

প্রসঙ্গত, তথ্য কমিশন জনগণের তথ্য জানার অধিকার রক্ষা ও সরকারের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থা।