অনলাইন সংস্করণ
১৭:১২, ২৭ জুলাই, ২০২৫
পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫০৫ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৫৭ জনকে। অভিযানকালে একটি দেশীয় এলজি ও একটি রিভলবার উদ্ধার করা হয়।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।