জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার, যে ‘চাঞ্চল্যকর তথ্য’ দিলেন সাবেক আইজিপি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৬:৫১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র (লেথাল উইপন) ব্যবহারের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়। আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার পরিকল্পনাও ছিল। এসব সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নির্দেশেই বাস্তবায়ন করা হয় বলে জানিয়েছেন তিনি।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া ৫ পৃষ্ঠার জবানবন্দিতে তিনি এসব তথ্য তুলে ধরেন। সাবেক আইজিপি মামুন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় আটক আছেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

জবানবন্দিতে মামুন জানান, আন্দোলন দমনে প্রতিরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হতো। সেখানে সচিব, র‍্যাব ডিজি, এসবি ও ডিবি প্রধানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকতেন। তিনি বলেন, আন্দোলনকারীদের মনোবল ভাঙতে হেলিকপ্টার থেকে গুলির মাধ্যমে আতঙ্ক তৈরি করার পরিকল্পনা হয়।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ লেথাল উইপন ব্যবহারে অতিউৎসাহী ছিলেন বলেও উল্লেখ করেন মামুন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন, মারণাস্ত্র ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে।

মামুন আরও বলেন, কোর কমিটির সিদ্ধান্তে ছয়জন আন্দোলন সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয় এবং তাদের মানসিকভাবে চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহারের চেষ্টা করা হয়।

ব্রেকিংনিউজ/এনএইচ