‘প্রতিদিন গোপালগঞ্জের পুলিশদের নিয়ে বৈঠক করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী’
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২১:৩৭ | অনলাইন সংস্করণ

২০১৮ সালের নির্বাচনে ‘রাতের ভোট’ পরিকল্পনা এসেছিল তৎকালীন পুলিশপ্রধান জাবেদ পাটোয়ারীর কাছ থেকে—এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে মানবতাবিরোধী অপরাধে আটক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে। তিনি জানান, গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের দিয়ে একটি নির্দিষ্ট বলয় গড়ে ওঠে, যারা দলীয় স্বার্থে পুলিশের ক্ষমতা ব্যবহার করতেন।
এ বছরের ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে মামুন বলেন, শেখ হাসিনার শাসনামলে পুলিশ বাহিনীতে ভয়াবহ রাজনৈতিক মেরুকরণ ঘটেছে। গোপালগঞ্জকেন্দ্রিক প্রভাবশালী কর্মকর্তা ও স্বজনপ্রীতির কারণে সিনিয়রদের উপেক্ষা করে চলতেন অনেকেই।
সাবেক আইজিপি আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিরাতে নিজের বাসায় বৈঠক করতেন গোপালগঞ্জের পুলিশদের নিয়ে। সেই বৈঠকে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে নানা পরিকল্পনা হতো।
২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচন নিয়ে মামুন বলেন, তখন ব্যালট বাক্স রাতেই অর্ধেক পূর্ণ রাখার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী।
শেখ হাসিনাকে তিনি বলেন, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এই কাজ করানো সম্ভব। প্রথমবারের মতো এই তথ্য কোনো আইজিপির সরাসরি জবানবন্দিতে এসেছে, যা ২০১৮ সালের ভোট নিয়ে বিতর্ককে নতুন মাত্রা দিল।
তিনি আরও বলেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশের মধ্যে দ্বন্দ্ব, আত্মঘাতী প্রতিযোগিতা ও একক আধিপত্যের সংস্কৃতি জন্ম নেয়। গোপালগঞ্জকেন্দ্রিক কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহারে বাহিনীর পেশাদারিত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
