সাতসকালে ঢাকায় শুরু গুঁড়িগুঁড়ি বৃষ্টি, হতে পারে স্থায়ী

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাতসকালেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠা জনজীবনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টি আরও ২ থেকে ৫ ঘণ্টা স্থায়ী হতে পারে।

বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে মিরপুর, বারিধারা, উত্তরা, শ্যামলী এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও রয়েছে।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আজ সকাল থেকে দুপুর ১২টার মধ্যে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

তিনি জানান, বিশেষ করে ঢাকার উপর ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

আবা/এসআর/২৫