হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চাইলো বাংলাদেশ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮:৪৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী দ্রুত বাড়তে থাকা হালাল পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্যে নিজ দেশে হালাল শিল্প পার্ক গড়তে চায় বাংলাদেশ। আর এ জন্য মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির হালাল শিল্প–বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।
মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতি মোহাম্মদ ইউসুফ। বৈঠকে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগের (জাকিম) মহাপরিচালক সিরাজুদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এইচডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরোল আরিফাইন সাহারি।
কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে বৈশ্বিক হালাল পণ্যের বাজারের আকার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। মালয়েশিয়া, যাদের অন্তত ১৪টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, বাজারের বড় অংশ দখল করে রেখেছে। অন্য প্রধান প্রতিযোগীদের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ অবকাঠামো ও সনদ প্রদানের সক্ষমতা বাড়াতে পারলে এ বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশে একমাত্র ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ প্রদান করে থাকে এবং এখন পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান এ সনদ পেয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই বৈঠককে গভীর ও শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে বলেন, এটা যেন হালাল পণ্যের ওপর একটি পূর্ণাঙ্গ ক্লাসে অংশ নেওয়ার মতো অভিজ্ঞতা ছিল। এই অন্তর্দৃষ্টির জন্য ধন্যবাদ।
আবা/এসআর/২৫
