উত্তরাঞ্চলের মানুষ এখনও পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না: উপদেষ্টা আসিফ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২০:৫১ | অনলাইন সংস্করণ

তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
বুধবার উদ্বোধন হওয়া প্রায় ১,৪৯০ মিটার দীর্ঘ এই সেতু উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনার আশা করা হচ্ছে।
উদ্বোধনের সময় উপদেষ্টা বলেন, “উত্তরাঞ্চলের মানুষ সব থেকে বেশি বৈষম্যর শিকার হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা তিস্তাসহ সীমান্তবর্তী নদীগুলো থেকে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারিনি।”
সেতুর নির্মাণ কাজ ২০২১ সালে শুরু হয়। এতে ২৯০টি পিলারে ৩১টি স্প্যান বসানো হয়েছে। নদী শাসন, সংযোগ সড়ক ও কালভার্ট নির্মাণসহ পুরো অবকাঠামো আধুনিক প্রযুক্তিতে সম্পন্ন করা হয়েছে।
গাইবান্ধা-কুড়িগ্রামের দূরত্ব ১০০ কিলোমিটার কমেছে। আগে নৌকা দিয়ে পারাপার করা যেত, এখন দ্রুত যাতায়াত সম্ভব এবং পণ্য পরিবহণও সহজ হবে। মোট ব্যয় হয়েছে ৭৩০ কোটি টাকা, যা এলজিইডির তত্ত্বাবধানে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কর্পোরেশন বাস্তবায়ন করেছে এবং সৌদি সরকারের অর্থায়ন রয়েছে।
গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, “সেতু এখন ইকোনমিক হাব হিসেবে কাজ করবে এবং এলাকার মানুষের জীবনমান উন্নত করবে।”
