শ্রমিকদের জন্য প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের বড় ‘সুখবর’
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২১:১৭ | অনলাইন সংস্করণ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, ‘অনেক বছর ধরে আমরা মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার মতো অদক্ষ শ্রমবাজারে নির্ভরশীল ছিলাম, যেখানে অনেক শ্রমিক প্রতারিত হচ্ছিল। এখন আমরা ইউরোপ, জাপান ও কোরিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিচ্ছি। ইতিমধ্যেই অনেক দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।’
তিনি আরও জানান, ইউরোপের সার্বিয়া, ইটালি, স্পেন, অস্ট্রিয়া ও মাল্টা এবং মরিশাস, ইরাকের সঙ্গে নতুন কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার একটি প্রদেশে সিজনাল কর্মী পাঠানোর চুক্তিও সম্পন্ন হয়েছে।
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে তিনি জানান, আগের সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী কেয়ার গিভারদের ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী পাঠানো হবে।
অধ্যাপক আসিফ নজরুল আরও জানান, প্রবাসীদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসীদের কারাগার থেকে মুক্তি ও নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে। প্রবাসীরা সহজে রেমিট্যান্স পাঠাতে পারবেন, এজন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার এক শতাংশ কমানো হয়েছে।
