ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আইন সচিবের দায়িত্ব নিলেন বিচারক লিয়াকত

আইন সচিবের দায়িত্ব নিলেন বিচারক লিয়াকত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে তিনি আইন মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে বুধবার (২৭ আগস্ট) আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচারক লিয়াকত আলী মোল্লাকে মানিকগঞ্জ থেকে বদলি করে অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।

আজ (২৮ আগস্ট) দুপুরে একই শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে জানানো হয়, অতিরিক্ত সচিব লিয়াকত আলী মোল্লাকে সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিচারক লিয়াকত,আইন সচিবের দায়িত্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত