অ্যাটর্নি জেনারেল

জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক যাচাই-বাছাই করা হচ্ছে

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৫:০২ | অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ‘সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। একইসঙ্গে, জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের যে দাবি বিভিন্ন মহল থেকে উঠছে তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, নুরুল হক নুরের ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ। এটি অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় ও অপরাধমূলক ঘটনা।

তিনি বলেন, গণহত্যা, সন্ত্রাস ও ফ্যাসিবাদের কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তবে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না?
 সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা বিরোধিতা করেছেন, তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই করছে। জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা রক্ত নিয়ে খেলছে। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। এভাবে তারা তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। এ কারণে যে দাবি উঠেছে, তার আইনগত দিক যাচাই-বাছাই করে কী করা যায়, তা আমি দেখব।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যে ‘মব’ নিয়ন্ত্রণ করতে পারছে, তা আমি বলবো না। তবে যেখানেই মবের মতো ঘটনা ঘটছে তা সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষের মধ্যে ১৭ বছরের যে ক্ষোভ জমে আছে, তার বহিঃপ্রকাশ নানাভাবে ঘটছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত।

দুর্নীতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, চোরাবালিতে ডুবে যাওয়া এই দেশ এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে চব্বিশের শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমরা জীবন দিয়েছেন। এই নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে চাই।