নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২৩:০৯ | অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন সংগঠনটির সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। 

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকদের মতে, আগামী ৩৬ ঘণ্টা তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ে মস্তিষ্ক, স্নায়ু এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ ধরা পড়েছে। তিনি বর্তমানে আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন।

চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু এবং মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।

 

আবা/এসআর/২৫