জাতীয় সনদ চূড়ান্তে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৭ | অনলাইন সংস্করণ

জুলাই জাতীয় সনদ-২০২৫ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় নির্ধারণে সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সনদ চূড়ান্ত করা ও বাস্তবায়নের পথনকশা তৈরিতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশ পর্যালোচনা করা হয়। আজও কয়েকটি দল লিখিত মতামত দিয়েছে। এসব মতামতের আলোকে শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

এর আগে জাতীয় সনদ চূড়ান্ত করতে ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছে ঐকমত্য কমিশন। এর মধ্যে ২৬টি দল লিখিতভাবে মতামত দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।