আ.লীগ ভারতপন্থী আর জামায়াত পাকিস্তানপন্থী দল: রিজভী

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১ | অনলাইন সংস্করণ

আওয়ামী লীগকে ভারপন্থী এবং জামায়াতে ইসলামীকে পাকিস্তানপন্থী দল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে।

রিজভী বলেন, এ সময় আওয়ামী লীগ প্রমাণিত ভারপন্থী আর মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ঘোষণা দিয়ে জামায়াতে ইসলাম ভূমিকা রেখেছিল।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ভিত্তি তারেক রহমানের তৈরি উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, প্রযুক্তি ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তিনি স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছেন।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, নারী প্রগতি, নারীর উন্নয়ন ও নারীর অধিকারের ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন  তিনি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন না।

এ সময় তিনি বলেন, ছাত্র শিবিরের ভিপি ও জিএস প্রার্থী অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে গণতান্ত্রিক আন্দোলন দমনে কাজ করেছে বলে।

ছাত্রশিবিরকে নিয়ে সমালোচনা করলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে ডাকসুর অন্যান্য প্রাপ্তি ও সাধারণ শিক্ষার্থীদের বুলিং করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বগুড়া স্বেচ্ছাসেবক দলের এই আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।