ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান: উপদেষ্টা আদিলুর

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১ | অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে, তারা আর ষড়যন্ত্র করবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু এখনও চলমান। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করলে তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের ভবানীগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন করবে প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।

উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিল। জুলাইয়ের ৩৬ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনও বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এরই মধ্যে আমাদের তৃতীয় কাজ নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের করতে। কেননা এটা শুধু সরকার নয়, এটা গণঅভ্যুত্থানের সরকার।

এর আগে, সকাল সাড়ে ৮টায় নাটোর শহরে অবস্থিত জুলাই শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।