সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:২১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ মুসলিমবিশ্বে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিবসটি পালনে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মহফিল।
মুন্সীগঞ্জে: মুন্সীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে জশনে জুলুস ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলা। শনিবার সকাল ৯টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও জামে মসজিদের সামনে থেকে বিশাল জশনে জুলুস বের হয়। জুলুসটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দক্ষিণ কোর্টগাঁও জামে মসজিদের সামনে পতাকা একাত্তর ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া বিশেষ করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মোজাদ্দেদী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মুঈনউদ্দীন আল কাদেরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক মো. আওলাদ হোসেন আল আবেদী, যুগ্ম আহ্বায়ক মো. আমজাদ আলী লিটন, সদস্য সচিব মো. আব্দুল বারেক, আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি মো. মতিন সরদার, আরিফউজ্জামান দিদার, এডভোকেট মুজিবুর রহমান শেখ, অর্থ সম্পাদক ইউনুছ ভূইঁয়া আত্ত্বারী, প্রচার সম্পাদক মাওলানা ঈমাম হোসেন আল-কাদেরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বিক্রমপুরী, পাঠাগার সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন।
কিশোরগঞ্জ: হাজার হাজার আশেকে রাসুলের অংশগ্রহণে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিশাল জুলুস শুরু হয়ে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুতুবশাহী মসজিদ প্রাঙ্গণে গিয়ে দোয়া ও মিলাদের মাধ্যমে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি'র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা আহলে সুন্নতে জামাত এর আহবায়ক মাওলানা জালাল উদ্দিন আশরাফী, সদস্য সচিব মাওলানা রেদুওয়ানুল হক আশরাফীসহ প্রমুখ ।
নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষ্যে ১৪৪৭ হিজরি (১২ রবিউল আউয়াল) আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রশাসন জামে মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার সাবেক আমির মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম লিমন, মাওলানা এমদাদুল হক, সাংবাদিক জায়েজুল ইসলাম ও হাবিবুর রহমান প্রমুখ।
লালমনিরহাট: লালমনিরহাটে ‘কালেমাগো মুসলমান, এক হও এক হও’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও মুছলিহীন জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা কেন্দ্রীয় জামে মসজিদ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাও. মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক এডিএম সগীর প্রমুখ। এ সময় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. আবু বাতেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্সহ অন্যান্য সদস্যবৃন্দ ও মুছলিহীন জেলা শাখার নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী: রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীতে জশনে জুলুশ বা ধর্মীয় মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাজপথে চলতে থাকে কুরআন শরীফ তিলওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। এসময় প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ-জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে জেলখানা, এতিমখানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষ্যে মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন ঈদে মিলাদুন্নবী (সা:) উদ্যাপন পরিষদ। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র্যালি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।
শেরপুর: শেরপুরের নকলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মসহ ইসলামের নানা বিষয়ে আলোচনাসভা, হামদ-নাত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এসব কর্মসূচি পালন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও সহকারী মৌলভী হযরত আলী প্রমুখ।
চাঁদপুর: চাঁদপুরে রেলওয়ে শ্রমিক দলের বিশেষ আয়োজনে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এর শুভ জন্মদিনে পবিত্র ঈদ এ মিল্লাদুনবী উপলক্ষ্যে
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল চাঁদপুর শাখার পক্ষ থেকে মিলাদ, দোয়া ও বিভিন্ন প্রকার মিষ্টান্ন সামগ্রী পথচারীসহ সকলের মাঝে বিতরণ করা হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দোয়ায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সফিকুল ইসলাম।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব চাঁদপুর কোট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে চাঁদপুর স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদারের সভাপতিত্বে ও শ্রমিক ও কর্মচারী দল চাঁদপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম হাবিব উল্যাহ খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও চাঁদপুর বড় স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, চাঁদপুর জজ কোটের অ্যাড. রইছুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি শাহনুর বেপারী শানুসহ অনেকে।
বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত বিশ্বনবী ও বিশ্ব মানবতার দ্রুত হযরত মোহাম্মদ(সা:) শুভ জন্মদিনে পবিত্র ঈদ এ মিল্লাদুনবী উপলক্ষ্যে প্রায় ৫ শতাধিক পথচারীর মাঝে বিভিন্ন প্রকার মিষ্টি, পায়েশ, বাতাসা, পিঠা ইত্যাদি জাতীয় খাবারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মো. মারুফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, আশেকে রাসূল মো. সাইদুজ্জামান শিপন, জসিম উদ্দিন, সাহাবউদ্দিন, আল আমিন, রবিউল, সম্রাট, মনির হোসেনসহ আরো অনেকে।
