উন্নতি নেই নুরের, সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৩ | অনলাইন সংস্করণ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অবস্থার কোনো উন্নতি হয়নি। তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, নুরুল হক নুরের অবস্থা আগের মতোই আছে, কোনো উন্নতি হয়নি। অবস্থার উন্নতি না হলে এই সপ্তাহেই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেইলকে নুরের শারীরিক অবস্থা সম্পর্কে এমন তথ্য দেন আবু হানিফ।
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘নুরের চোয়াল ও নাকের হাড় ভেঙে গেছে, সর্দি বেড়েছে, এবং ভারসাম্য ধরে রাখতে অসুবিধা হচ্ছে। ওষুধ খেয়েছেন কি না, মাঝে মাঝে ভুলে যাচ্ছেন এবং কথা বলতে অসুবিধা অনুভব করছেন। অবস্থা অপরিবর্তিত থাকলে চলতি সপ্তাহেই তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে।”
