ঝটিকা মিছিল মোকাবিলায় কঠোর ব্যবস্থার নির্দেশ দিলো সরকার
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল করার প্রেক্ষাপটে ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশ মোকাবিলায় কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে ।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, মিটিংয়ে নির্দেশ দেয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে, সেগুলো মোকাবিলা করে। সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
প্রেস সচিব আরও বলেন, বৈঠকে জুলাইকে (অভ্যুত্থান) সামনে রেখে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেয়া হয় এবং বলা হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে এবং সবাই মিলে, সামনের নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবা/এসআর/২৫
