ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪ | অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশা বাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৩ জন।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা বিভাগে ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪২২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এখন পর্যন্ত ৩৩ হাজার ১২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৭ জন মারা গেছেন, যাদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৬২ জন নারী। অন্যদিকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৮৪ জন, যার মধ্যে ২০ হাজার ৯৬৩ জন পুরুষ ও ১৪ হাজার ২১ জন নারী।