জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭ | অনলাইন সংস্করণ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেন।
ফারুক আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি পদে নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে এই পদে দায়িত্ব পালন করছিলেন গ্রেড-১ কর্মকর্তা মোহাম্মদ আলীম আখতার খান, যিনি অবসরগ্রহণের কারণে পদটি শূন্য ছিল।
একই সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ।
