হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৭ | অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও ইউরিনের সমস্যাসহ কিছু শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ড. কামাল হোসেনকে গত রোববার (৭ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং বর্তমানে তিনি আগের তুলনায় একটু ভালো আছেন।
সুব্রত চৌধুরী দেশবাসী এবং আইনজীবীদের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন।
